শিবগঞ্জে জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদ সংবাদ সম্মেলন

Date: 2024-12-23
news-banner
চাঁপাইনবাবগঞ্জঃপ্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার। সোমবার সকালে শিবগঞ্জ বাজারে ভুক্তভোগী পরিবারের ব্যানারে লিখিত বক্তব্য দেন মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের রেকর্ডীয় ও দলিল সূত্রে পাওয়া জমি রজব আলী, বাইরুল ইসলাম,  খাইরুল ইসলাম, মনিরুল ইসলাম, মানিরুল ইসলাম, জাকিরুল ইসলাম সহ আরো কয়েকজন জোরপূর্বক দখল ভোগ করছে। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে পূর্বপরিকল্পিতভাবে আমার বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে আমাকে মারপিট করে আহত করে। এসময় আমার স্ত্রী আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করে।  শুধু তাই নয়, অবৈধ ভাবে আমার বাড়িতে প্রবেশ করে লুটপাট করে। তারা এই ঘটনার ঘটালেও আমাদের বিরুদ্ধে সাজানো ঘটনায় মামলা করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট উদ্ধৃতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Leave Your Comments

Trending News