ঢাকা উত্তরে জিয়াউর রহমা সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা।

Date: 2024-12-25
news-banner
ডেক্স রিপোর্টঃ
ঢাকা উত্তরে অধীনস্থ পশ্চিম থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা দেয়া হয়। উক্ত কমিটি ঘোষনার দেয়ার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত  সহ-সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান। ঢাকা মহানগরে উত্তরের সম্মানিত সভাপতি জনাব আবিদুর রহমান আজাদ।সেক্রেটারি জনাব মাঃ জাকির হোসেন উত্তরা পশ্চিম থানা।  আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান  সমাজকল্যাণ পরিষদ সহ বিএনপির অন্যান্য অঙ্গ  সংগঠনের সিনিয়র  নেতৃবৃন্দ।

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিপস)। ঢাকা মহানগর  উত্তরের অধীনস্থ পশ্চিম থানা ৫৫ (পঞ্চান্ন) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির গঠনের তালিকা। ১. হাবিব সরকার - সভাপতি। ২.মোঃ মোশারফ হোসেন - সিনিয়র সহ-সভাপতি। ৩.মোঃ আশিকুর রহমান সুজন-সহ-সভাপতি। ৪.মোঃ সেলিম মালিক -সহ-সভাপতি। ৫.মোঃ শহিদুল্লাহ -সহ-সভাপতি ৬.মোঃ শরিফুল ইসলাম - সহ-সভাপতি। ৭.মোঃ শাহাবু উদ্দিন সজল - সহ-সভাপতি। ৮.মোঃ ফজলুল হক রিয়াজ - সাধারণ সম্পাদক। ৯.এইচ এম রাজু - সিনিয়র যুগ সাধারণ সম্পাদক।১০.মোঃ টুটুল - যুগ্ম সাধারণ সম্পাদক। ১১.মোঃ তৌহিদুর রহমান - যুগ্ম সাধারণ সম্পাদক। ১২.মোঃ মমিন - যুগ্ম সাধারণ সম্পাদক । ১৩. মনির হোসেন - সহ-সাধারণ সম্পাদক। ১৪. জাহাঙ্গীর আলম - সাংগঠনিক সম্পাদক। ১৫. আলামিন - সহসাংগঠনিক সম্পাদক। ১৬. মোঃ ইব্রাহিম- সহ সাংগঠনিক সম্পাদক। ১৭.মোঃ ইউসুফ - সহসাংগঠনিক সম্পাদক। ১৮.মোঃ নাবিল- সহ সাংগঠনিক সম্পাদক। ১৯.মোঃ আল-আমিন। দপ্তর সম্পাদক। ২০. সোহাগ - সহ দপ্তর সম্পাদক। ২১.মোঃ সাইফুল ইসলাম হৃদয় - প্রচার সম্পাদক।

 এসময় সিনিয়ার নেতৃবৃন্দগন দলকে সু সংগঠিত করার জন্য নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।আবিদুর রহমান আজাদ বক্তব্যে  বলেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এবং  শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের আদর্শে আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী, দেশনায়ক তারেক রহমানকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে তার হাতকে শক্তিশালী করে। আমরা যেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই। সেদিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। সর্বোপরি নবগঠিত কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা করা হয়।

Leave Your Comments

Trending News