মো: শাহজালাল দেওয়ান,উত্তরা ঢাকা। সংবিধান, রাষ্ট্রব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালা ও কর্মীসভা সোমবার রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলারে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:যুগ্ম আহ্বায়ক এম এ কফিল উদ্দিন আহমেদ,,মোস্তাফিজুর রহমান সেগুন,আক্তার হোসেন,মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ,কৃষক দলের সভাপতি আসাদুল বিপ্লব,মহানগর তাঁতি দলের সভাপতি হান্নান,মহানগর বিএনপি নেত্রী সোহেলী পারভিন শিখা,উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আলাউদ্দিন,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চানমিয়া বেপারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মশালায় অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার থেকে মুক্তি অর্জন সম্ভব হয়েছে। ২০১৮ সালের নির্বাচন পূর্বে ঢাকা-১৮ আসনের এই সাতটি থানায় ১০৪টি গায়েবি মামলা দেওয়া হয়েছিল। প্রতিটি মামলায় ১২০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়, যার মধ্যে উত্তরার কোনো বিএনপি নেতাকর্মী বাদ ছিল না। তারা আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির কর্মসূচি এবং আন্দোলন উত্তরার প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে সফলভাবে পালন করেছেন। এ আন্দোলন অব্যাহত থাকবে এবং ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। উপস্থিত নেতৃবৃন্দ কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমের দিকনির্দেশনা গ্রহণ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।