তৌহিদুর রহমান।
স্টাফ রিপোর্টারঃ-
শার্শা, যশোর।
শার্শা, নাভারন ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ, শার্শা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব, আবুল হাসান জহির এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২-নভেম্বর) সকাল ১০ (দশ ঘটিকা) নাভারণ কলেজ প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাভারণ কলেজের উপাধ্যক্ষ জনাব,মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব, আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব জনাব আশরাফুল আলম বাবু, কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রবিউল হোসেন,নাভারণ কলেজের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব জনাব দাউদ হোসেন, কলেজের প্রাক্তন শিক্ষক জনাব মো:আব্দুল খালেক, কলেজের প্রাক্তন শিক্ষক জয়দেব কুমার রায়, কলেজের প্রাক্তন শিক্ষক জনাব মো: নজরুল ইসলাম, বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মো: আজিজুর রহমান, বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মো: রুহুল কুদ্দুস, বুরুজ বাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মো: শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ আব্দুল জলিল,বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাভারণ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রফেসর জনাব তৌহিদুর রহমান, জনাব মোহাম্মদ আজিজুর রহমান, জমান মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব সালাউদ্দিন মান্না, জনান সবুজ হোসেন, জনাব সাজেদুর রহমান সাজু।
প্রধান অতিথি জনাব আবুল হাসান জহির তার বক্তব্য বলেন,আমরা নাভারন কলেজ কে একটি দুর্নীতি মুক্ত কলেজ হিসেবে দেখতে চাই। বিগত সরকারের ১৭ বছরের শাসন আমলে এই কলেজটি একটি রাজনৈতিক আখড়া হিসেবে পরিচিত ছিল। লেখাপড়া নামে এখানে ছাত্র-ছাত্রীদের সাথে প্রহসন করা হয়েছে। ভালো রেজাল্ট কখনো করতে দেখিনি। বিগত সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অসহায় করে দিয়েছে। তাদেরকে বানিয়েছে রাজনৈতিক হাতিয়ার। যে কারণেই শিক্ষাব্যবস্থা আজ সর্ব শান্ত হয়ে পড়েছে।
তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সচেতন হতে হবে। ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করছে কিনা সেদিকে নজর দিতে হবে। তাদের হাত থেকে মোবাইল অপসারণ করতে হবে।আপনাদেরকে সঠিক সময়ে কলেজে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমাদের বাবা-মা শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবার জন্য শিক্ষাঙ্গনে পাঠায়। সেখানে লেখাপড়া না করে অন্য কিছু করার কোন অবকাশ নেই। তিনি বলেন জিপিএ ফাইভ পেলেই ভালো কিছু শেখা যায় না। GPA-5 না পেয়েও অনেক কিছু শেখা যায় তোমাদের সেদিকে মনোনিবেশ করতে হবে। শুধু ভালো ফলাফলের আশা না করে ভালো কিছু শেখার চেষ্টা করতে হবে। তিনি নাভারণ কলেজ কে শার্শা উপজেলা তথা যশোর জেলার একটি অন্যতম কলেজ হিসেবে প্রতিষ্ঠা করায় তার মূল লক্ষ্য এমন কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।