মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
নাটোরের স্টেডিয়াম এলাকা সড়ক দুর্ঘটনায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র বিসমিল্লাহ হোটেলের মালিক বেলাল হোসেনের ছেলে রাহুল।প্রত্যক্ষদর্শী জানায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের পিছনে বসা ছিল। মোটরসাইকেলটি স্টেডিয়ামের সামনে রাস্তা অতিক্রম করার সময় একটি রিকশা সামনে এসে পড়ে ।ফলে দুর্ঘটনায় এরাতে মোটরসাইকেল চালক ব্রেক কসলে পিছন থেকে হৃদয় উল্টে পড়ে যায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয় । হৃদয়ের শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নাটোর হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন বলেন তিনি দুর্ঘটনার বিষয়টি শুনেছেন ।তবে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।