নাটোরে সাবেক মেয়র ,ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

Date: 2024-11-10
news-banner
মোঃ সাকিল হোসাইন 
জেলা প্রতিনিধি নাটোরঃ

পুলিশের অভিযানে নাটোরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৩ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারুফাত হোসাইন।
গ্রেফতারকৃতদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূইয়াসহ ১৮ জন, বড়াইগ্রামে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ ২ জন, বাগাতিপাড়ায় ২ জন,লালপুরে ৪ জন, গুরুদাসপুরে ১জন ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু সহ  ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, গতরাতে গন গ্রেপ্তার চালানো হয়েছে। সেখানে বয়জ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করা হয়েছে। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গিয়েছে এবং সামনে করবে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আজকের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আমি গন গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গতরাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে সমগ্র জেলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ভিতর বেশিরভাগের নামেই আগের মামলা রয়েছে।

Leave Your Comments

Trending News