সাতক্ষীরায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্ত ও যানযট মুক্ত রাখতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

Date: 2024-11-10
news-banner
নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় শহরের প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত অবৈধ দখল  ও যানযট মুক্ত রাখতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। ০৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ০১টা পর্যন্ত এই কোর্ট পরিচালিত হয়।  সাতক্ষীরা পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার উদ্দেশ্যে  শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ পলাশ আহমেদ, 
সাতক্ষীরা কালেক্টরেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস ও  এস. এম. আকাশ।  মোবাইল কোর্ট পরিচালনার সময় শহরের রাস্তা ও ফুটপথ দখলদারদের সকলকে সতর্ক করে নিম্নবর্নিত  নির্দেশনাগুলো দেওয়া হয়। আগামী  ০৭ দিনের মধ্যে রাস্তায় অবৈধভাবে স্থাপনকৃত সকল দোকান এবং স্থাপনা সরিয়ে ফেলা,  শহরের মাঝে যথা-তথা বাস থামিয়ে যাত্রী না তোলা,  নির্মানধীন বাড়ির সামনে রাস্তার পাশে  ইট/বালি/ খোয়া না রাখাসহ চলাচলরত গাড়ির ফিটনেস সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের না করতে মালিকপক্ষকে জানানো হয়। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন যতদিন পর্যন্ত পৌরসভার রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত না হবে এ অভিযান চলমান থাকবে।

Leave Your Comments

Trending News