মহাসড়ক ব্যবহার ও দূর্ঘটনা প্রতিরোধে ঝলমলিয়া হাইওয়ে থানার আয়োজনে দত্তপাড়া বাজারে গনসচেতনতামূলক পথসভা
Date: 2024-12-25
নাটোর প্রতিনিধি অদ্য ২৫/১২/২৪ খ্রি:তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় দত্তপাড়া বাজারে মহাসড়ক ব্যবহার ও দূর্ঘটনা প্রতিরোধে গনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো:মাহবুর রহমান কমিউনিটিং পুলিশ এর সভাপতি মো: ইব্রাহিম সহ অন্যান্য সদস্যবৃন্দ,নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি মো:গোলাম মোস্তফা , স্থানীয় ব্যবসায়ী, জনসাধারণ,মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং থ্রি হুইলার মালিক ও চালকদের নিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।পথসভায় মহাসড়কে দূর্ঘটনা, চুরি,ছিনতাই,ডাকাতি প্রতিরোধে সবাইকে সচেতন করা হয়। থ্রি হুইলার মালিক এবং চালকগণ মহাসড়ক এড়িয়ে চলবেন মর্মে মত প্রকাশ করেন এবং যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহনে উঠবেন না বলে একত্বা প্রকাশ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connect... Read more about cookies