পৌরসভা পরিচালন ব্যবস্থা (গভর্নেন্স) এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় ও কর্মশালা

Date: 2024-11-08
news-banner
নাজমুল আলম মুন্নাঃ ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি বড় ইস্যু। তাছাড়া সারাবিশ্বেও এটার অনেক গুরুত্ব ও চ্যালেঞ্জ রয়েছে।
সাতক্ষীরা পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্টের ভঙ্গুর অবস্থা। এটাকে সঠিকভাবে ইউটিলাইজ্ড করতে হলে প্রোপারলি এ্যাকটিভিটি, পলিসি ও সঠিক পরিকল্পনা প্রয়োজন। এছাড়া সাতক্ষীরাবাসী বেশিরভাগ সময়ে জলাবদ্ধতায় থাকে। ওয়াটার ম্যানেজমেন্টকে অগ্রসর করতে হলে আমাদের সকলকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তরের আয়োজনে পৌরসভা পরিচালন ব্যবস্থা (গভর্নেন্স) এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় ও কর্মশালা সভাপতিত্ব বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস। সুইজারল্যান্ড,ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক নাজমুন নাহারসহ  বিশেষভাবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাস, ওয়াটারএইড, সুইসকনটাক্ট, রূপান্তর প্রতিনিধিগণ, জেলা জনস্বার্থ প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড,  জেলা ত্রাণ ও পুর্নবাসন কেন্দ্র, শহর সমাজ সেবা কার্যালয়,
এলজিইডি, যুব উন্নয়ন অধিদপ্তর,
জেলা  সমবায় ও সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Leave Your Comments

Trending News