মেহেন্দিগঞ্জ বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Date: 2024-11-07
news-banner
মাহমুদুল হাসান ফরিদ, মেহেন্দিগঞ্জঃ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, ভাষন প্রচার, আলোচনা সভা ও রেলি। সকাল ১১ টায় স্থানীয় চরহোগলা ঈদগাঁ মাঠ থেকে এক বিশাল রেলি বের হয়ে পৌর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। রেলির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক গিযাস উদ্দিন দিপেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন- আহবায়ক আসাদুজ্জাম মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ নাঈমুল ইসলাম তুহিন, উপজেলা কৃষক দল আহবায়ক বাবুল পালোয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদত হোসেন সোহাগ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক শরীফা নাসরিন, উপজেলা যুবদল সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী,  উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীনসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,কৃষক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। এর আগে মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে নানা ধরনের ফেষ্টুন, প্লাকার্ড ও ব্যান্ড বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ঈদগাঁ মাঠে জড়ো হন।

Leave Your Comments

Trending News