পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Date: 2024-11-07
news-banner
মোঃদেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ৭ নভেম্বর সকালে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচী  শুরু করা হয়। 
পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্র নেতা আবু তাহের,  সাবেক ছাত্রনেতা জামিল হোসেন জামিল, বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মহুরী, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, উপজেলা কৃষকদলের সভাপতি রাহিদ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব রাব্বি, থানা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ প্রমুখ। 
শেষে দলীয় কার্যালয় থেকে একটি  র‍্যালী বের হয়ে শহর  প্রদিক্ষণ করে।

Leave Your Comments

Trending News