মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
নাটোরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক( জেলা জজ) মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড় মাটি গ্রামের মোকসেদ মেম্বার ছেলে মোঃ আবুল কাশেম ওরফে বাহাদুর(৬০)। মামলার সূত্রে জানা যায়, গত ১২-০৭-২০১৮ তারিখে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে গরমতি বাজারের একটি ডেকোরেটরের দোকানের সামনে মেয়েটির হাত ধরে। দোকানের বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে। বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করলে মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর সাত জন আসামিকে খালাস দেন। একইসঙ্গে জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন। নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করেছেন।