থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিন ও নগদ টাকাসহ দুই ব্যক্তি আটক

Date: 2024-11-07
news-banner
নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিন ও টাকাসহ দুই ব্যক্তিকে আটক করে সাতক্ষীরা থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। 
সোমবার ও মঙ্গলবার সাতক্ষীরা সদরের আগড়দাড়ী ইউনিয়নের কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুচপুকুর এলাকার শাহাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের কুচপুকুর এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালায়। অভিযানে আটক হন মুকুল হোসেন। তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোররাতে গত ৫ই আগস্ট সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদসহ আরিফুল ইসলামকে আটক করা হয়।
এসময় আরিফুলের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ৩ টি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।
সাতক্ষীারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন সেনাবাহিনীর অভিযানে ও পুলিশের সহযোগীতায় আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং ০৯। তারিখ ০৫/১১/২৪ ইং। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave Your Comments

Trending News