নাজমুল আলম মুন্নাঃ সাতক্ষীরার আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব স্যানিটেশন নিশ্চতকরণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় ওয়াটারএইড বাংলাদশে ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং রূপান্তরের সার্বিক সহযোগীতায় আশাশুনি উপজেলার বুধহাটা বিভিএম কলিজিয়েট স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে “পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মুহিত কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজামান। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাস, ওয়াটারএইড, সুইসকনটাক্ট এবং রূপান্তর প্রতিনিধিগণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এসএমসি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরাসহ রূপান্তরের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রোগ্রামের সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী এই অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীরা মিলে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে পাশাপাশি বর্জ্য থেকে তৈরি শিল্পের প্রর্দশনী করে এছাড়া জারি গানের আয়োজনও ছিল। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়।