মোঃ সাকিল হোসাইন
নাটোর প্রতিনিধিঃ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল শোডাউনের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকালে দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার হোসেন। মোটরসাইকেল শোডাউন শেষে তিনি মিশ্রীপাড়া আদর্শ স্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় যোগদান করেন। তবে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি ।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে জেলার বাগাতিপাড়া উপজেলার মিশ্রীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভার আয়োজন করে দয়ারামপুর ইউনিয়ন বিএনপি। এ উপলক্ষে দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার হোসেন উপজেলার চাঁদপুর বাজার থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন। এতে সড়কে জনভোগান্তির সৃষ্টি হয়।
মোটরসাইকেল শোডাউন না করতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা থাকলেও তা মানেননি সাজদার হোসেন। বিএনপির ওই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন। যদিও তিনি ওই অনুষ্ঠানে থাকার বিষয়টি অস্বীকার করেন। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে মোটরসাইকেল শোডাউনের বিষয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি উপজেলা বিএনপিকে।
এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন জানান, আমাকে প্রধান অতিথি করে কর্মী সভার আয়োজন করা হলেও আমি সেখানে ছিলাম না। যার কারণে মোটরসাইকেল শোডাউনের বিষয়ে আমি কিছু জানি না এবং কিছু বলতেও পারব না। দলীয়ভাবে কি সিদ্ধান্ত নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দেননি।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, দলীয় কর্মসূচীর বিষয়ে আমাদের সাথে কোন আলোচনা না হওয়ায় বিষয়টি আমরা অবহিত নই। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কোন সুযোগ নেই। দলীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি জানান, কেন্দ্রীয় বিএনপি এসব বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা কোন সিদ্ধান্ত নিতে পারিনা। আপনারা তথ্য প্রমাণ সহ সংবাদ করতে পারেন।