১৪ জুন শনিবার পান্থপথ সেল সেন্টার মিলনায়তনে দুপুর থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির দাবি নিয়ে স্হায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির যৌথ সভায় বক্তাগণ জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়নার মতো দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বিশৃঙ্খলামুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির ১১ দফা সুপারিশ বাস্তবায়নে ও সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর প্রাণনাশ চেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ড. মোঃ আবু তারিক, সাবেক বিচারপতি ইমদাদুল হক আজাদ, সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মোঃ শাহজাহান সাজু, কাইয়ুম রেজা চৌধুরী, রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী আব্দুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মোঃ শামছুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ তোশারফ আলী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ড. আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শামস এ খান, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) কামরুল ইসলাম, পারভীন নাসের খান ভাসানী, নুরুল হুদা মিলু চৌধুরী, নাগরিক ভাবনার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, লেঃ কর্নেল (অবঃ) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, সাবেক রাষ্ট্রদূত ড. প্রকৌশলী রফিকুল ইসলাম, ক্যাপ্টেন ওমর ফারুক বিএন (অবঃ), অধ্যাপক ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাবেক বাণিজ্য উপদেষ্টা শওকত আলী খান, উইং কমান্ডার (অবঃ) মীর আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, মেজর (অবঃ) মোহাম্মদ ইমরান, মোঃ আব্দুর রহিম, মিসেস মরিয়ম বিবি, সাবেক যুগ্ম জজ ড. সাজ্জাদ হোসেন প্রমুখ।৫২, ৬৯, ৭১ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে জাতীয় বেঈমান, মুনাফেক, লুটেরা, সুযোগ সন্ধানী আমলা দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্তদের রক্ষার আপোষ-মিমাংসা দেশের মজলুম জনগণ মেনে নেবে না।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালনে বাবা আদম ও মা হাওয়া (আঃ) থেকে সৃষ্ট সকল ধর্মের অনুশাসন–
“দেশপ্রেম ইমানের অঙ্গ”
“দেশকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো”
“নিজকে শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি”
“দুর্নীতি নিজে করবোনা, কাউকে দুর্নীতি করতে দিবোনা”
পরকালীন মুক্তির জন্য দেশের এই ক্রান্তিকালে নিজ পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী, পরিচিত সকল দুর্নীতিবাজদের চরম ঘৃণা প্রদর্শন, দুর্নীতিবাজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রতিটি মানুষের ঈমানী দায়িত্ব।
সবার আগে দেশ। মজলুম জনগণের একমাত্র আশা-আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বিশ্বমানের বাংলাদেশ গড়ে তোলার অন্তরায় দ্বিধা-দ্বন্দ, বিভক্তি-বিভ্রান্তি, অপব্যাখ্যা-অপপ্রচার, পারস্পরিক কাঁদা ছোড়াছুঁড়ি ও দলীয় কোন্দল, জেদ-অহংকার, হিংসা-বিদ্বেষ।
চিরদিনের জন্য স্বৈরশাসকমুক্ত নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির জাতির মুক্তির সনদ ১১ দফাঃ
১. দুর্নীতিবাজদের কঠোর শাস্তির বিধান কার্যকর করা।
২. সরকার পদ্ধতি ও রাজনৈতিক দলের সংস্কার কার্যকর করা।
৩. আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কার্যকর করা।
৪. শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন কার্যকর করা।
৫. সংবিধান সংশোধন ও সংস্কার কার্যকর করা।
৬. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ।
৭. সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন ও প্রবীণ কল্যাণ মন্ত্রণালয় গঠন কার্যকর করা।
৮. ভোটার ক্লাবের মাধ্যমে সম্পূর্ণ প্রশাসনমুক্ত স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ পদ্ধতিসহ স্বাধীন নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন কার্যকর করা।
৯. স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন সংস্কার ও পূর্নগঠন কার্যকর করা।
১০. রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ দুর্নীতিমুক্ত করাসহ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সংস্কার ও বিশ্বমানের গঠন।
১১. গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকা মাফিক-সিন্ডিকেটমুক্ত করে সৎ সাহসী, সত্যবাদী, দায়িত্বশীল ও নিবেদিত দেশপ্রেমিক গণমাধ্যম কর্মীদের নিকট হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অনুসন্ধানী সাংবাদিকগণের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।সভায় বক্তাগণ বিশৃঙ্খলাপূর্ণ ও ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণে অন্ধ দলদাসমুক্ত সৎ সাহসী, সত্যবাদী, সকল নিবেদিত দেশপ্রেমিক জনগণকে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাথে যুক্ত হওয়ার এবং মুনাফেকদের চক্রান্ত থেকে জাতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান।
https://shorturl.fm/eQETL
https://shorturl.fm/HyCV2
https://shorturl.fm/ymnm4
https://shorturl.fm/MeK9u
https://shorturl.fm/koyVX
https://shorturl.fm/mtjO8
https://shorturl.fm/5ihsL
https://shorturl.fm/u41iw
https://shorturl.fm/fClwf
https://shorturl.fm/1E2KQ
https://shorturl.fm/h0Eo1
https://shorturl.fm/mv7HP
https://shorturl.fm/1YuBL
https://shorturl.fm/jo8CP
https://shorturl.fm/BfeBP
https://shorturl.fm/Nl7kf
https://shorturl.fm/NaFGr
https://shorturl.fm/G85Qv
https://shorturl.fm/LXJF8
https://shorturl.fm/y7JnT
https://shorturl.fm/bzkF7
https://shorturl.fm/oIcp4
https://shorturl.fm/zttRu
https://shorturl.fm/1PdMs
https://shorturl.fm/LSQwi
https://shorturl.fm/z0wvN
https://shorturl.fm/S73eS
https://shorturl.fm/F06jC
https://shorturl.fm/7iUUI
https://shorturl.fm/9VOAK
https://shorturl.fm/R9jhs
https://shorturl.fm/oshpL
https://shorturl.fm/gv0eM
https://shorturl.fm/N2P0Z
https://shorturl.fm/Ii3mt
https://shorturl.fm/wBkNf
https://shorturl.fm/chUrg
https://shorturl.fm/n6FDV
https://shorturl.fm/3XwNA
https://shorturl.fm/zgcUY
um4tuf
um4tuf
https://shorturl.fm/yR9Hu
https://shorturl.fm/wlC9I
https://shorturl.fm/BTqsg