জয়পুরহাট জেলা আমীর হিসাবে ডাঃ ফজলুর রহমান সাঈদের শপথ গ্রহণ সম্পন্ন

Date: 2024-11-09
news-banner
দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার নব নির্বাচিত আমির হিসেবে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ

 জয়পুরহাট জেলা আমিরের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নব নির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ গত ১৯ অক্টোবর জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ অংশ গ্রহণে জেলা আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

পরবর্তীতে ভোট গণনার প্রক্রিয়া সম্পন্নের পর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জয়পুরহাট জেলার নব নির্বাচিত আমীর হিসেবে ডাঃ ফজলুর রহমান সাঈদ এর নাম ঘোষণা করেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

আজ জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ শেষে রুকনদের উপজেলা ভিত্তিক সংখ্যানুপাতিক হারে জেলা মজলিসে শূরা সদস্য এবং প্রত্যেক উপজেলা আমীর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠানে সরাসরী অংশগ্রহণ করেন জেলার সকল পুরুষ ও মহিলা রুকন।

 নবনির্বাচিত জেলা আমী ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave Your Comments

Trending News