টঙ্গীতে বহুতল ভবন থেকে ইট পড়ে মা-মেয়ে সহ দুইজন গুরুতর আহত।

Date: 2024-11-09
news-banner
মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুরঃ
টঙ্গীর আউচপাড়া সফিউদ্দিন সরকার রোডে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের ভবনের ইব্রাহিম কনাস্টাকশনের  ১১তলা হতে আজ সকাল ৯টার সময়  ইট পরে মা - মেয়ে গুরুতর আহত হয়েছেন। 

আহত কল্পনা বেগম শেরপুর জেলার শ্রীবদ্ধি থানার বিল্লাল হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানান কোন সেপ্টি ছারাই তারা রাস্তার পাশে বহুতল ভবনের কাজ করছে, প্রায়ই এমন ঘটনা ঘটছে উপড় থেকে ইট,বালু, কাট সহ বিভিন্ন জিনিস নিচে পরে মানুষের বাড়ীঘর সহ ক্ষয়ক্ষতি হচ্ছে । 
ইব্রাহিম কনাস্টাকশন এর মালিকের সাথে যোগাযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি।

আজ সকাল ০৯টায় মা মেয়েকে কোলে নিয়ে যাওয়ার সময়  ১১তলা থেকে কল্পনার মাথায় ইট পরে মা ও মেয়ে আহত হোন। 

পরে  কল্পনা আক্তার  কে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে  কর্তব্যরত চিকিৎসক  ঢাকায় রেফার করে। 

ভবন মালিকের ছেলে রাজনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান রোগীকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি কোথাও আইসিও না থাকায় ভর্তি করাতে পারছিনা। 

কিছুক্ষন পর পুনরায় ফোন দিয়ে জানান অপারেশন করতে হবে এখন কিছুটা ভালো। 

এলাকাবাসী জানান ইব্রাহিম কনাস্টাকশনের অধিনে বৃহত্তর নোয়াখালী জনকল্যান পরিষদের ভবন  কোন প্রকার আইনের তোয়াক্কা না করে বিল্ডিং নির্মান করছে এর একটি সুষ্ঠু সমাধান চাই।

এবং আহত কল্পনার ক্ষতিপুরন সহ আর যেন কারো ক্ষতি না হয় সে দাবী করেন।

Leave Your Comments

Trending News