২০০ বোতল ফেনন্সিডিলসহ দুজনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ

Date: 2024-11-09
news-banner
নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
২০০ বোতল ফেনন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ০৮ নভেম্বর শুক্রবার রাত নয়টার দিকে দেবহাটার পুস্পকাটি এলাকায় এ আটকের ঘটনা ঘটে।আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোঃ মোশারফ হোসেন সরদারের ছেলে জয়নাল আবেদীন সরদার(৪৫) ও দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের  মোশারফ হোসেন সরদার এর ছেলে  জাহিদুর রহমান জুয়েল(৩৩)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিক্স এর সামনে সাতক্ষীরা টু শ্যামনগর গামী পাকা রাস্তার উপর হতে মাদক ক্রয় - বিক্রয়ের সময় দুই চোরাকারবারিকে ভারতীয় ফেনন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নিয়মিত মাদক মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave Your Comments

Trending News