কেরানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল মাহফিল ও রক্তদান কর্মসূচি

Date: 2024-10-27
news-banner
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধ 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প,  রক্তদান ও আলোচনা সভা আয়োজন করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদল।  গত কাল রবিবার  সকালে শাক্তা ইউনিয়নের বর্ন্যা কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল মাহফিল ও রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।  কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক মো আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে প্রধান বক্তৃতা  ছিলেন, ঢাকা  জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বক্তব্যে তিনি বলেন, যৈবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যুবকরাই দেশের শক্তি। যুব সমাজ বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ। তাই মাদককে না বলে দেশ রক্ষা ও দেশ সাজাতে যুব সমাজকে আহবান জানান। তিনি আরো বলেন তারেক রহমান যুব সমাজের অহংকার। তার অক্লান্ত  পরিশ্রমে দেশ সমনের দিকে এগিয়ে যাবে।  আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মো মনির হোসেন মিনু,  সহ সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী। কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সদস্য সচিব  মো রফিকুল ইসলাম  রুবেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,  বিএনপির  নেতা মনিরুল হক, মো নাজিম, ঢাকা জেলা যুবদল নেতা মো মাসুদ রানা,  ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালীউল্লাহ সেলিম,  জাসাস নেতা জহিরুল ইসলাম জহির দেওয়ান প্রমুখ। 
 এদিকে উপজেলা দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল  ও রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা দক্ষিণ শাখা বিএনপির প্রধান কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ নেতা হাজী নাজিম উদ্দিন। এসময়  অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপির নেতা হাজী উমর শাহানেওয়াজ, যুবদল নেতা এ্যাডভোকেট মোকারাম হোসেন সাজ্জাদ,  আতিকুর রহমান  মানিক,  মো স্বাধীন, আরমান  উল্লাহ ডাবলু, টিটু প্রমূখ।

Leave Your Comments

Trending News