মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ২০ মামলার আসামিকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। শুক্রবার টঙ্গী থানার মরকুন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ।
গ্রেফতার ওই আসামি ইব্রাহিম খলিল অপু (৩১) টঙ্গীর মরকুন এলাকার মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, ৮টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ২০টি চলমান মামলার আসামি অপুকে শুক্রবার দুপুরে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরও তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতারের সময় শতাধিক লোক পুলিশের ওপর হামলা করে ও পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় তারা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
এদিকে, টঙ্গী পূর্ব থানায় ডাকাতির ঘটনায় পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে লোকমান ওরফে বিপ্লবের ছেলে পারভেজকে (২৬) গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি কাভার্ডভ্যান ও গাড়িতে থাকা বিস্কুটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।