পাঁচবিবিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Date: 2024-11-18
news-banner
মোঃ দেলোয়ার  হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা,গম,ভুট্টা,মসুর, ও পেঁয়াজ  ফসল উৎপাদনের জন্য  ৬ হাজার ৩১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
 
এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রনোদনা বিতরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষক আব্দুস ছালাম সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ৩১৫জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষক প্রতি সরিষা বীজ  ১কেজি, গম ২০কেজি, ভুট্টা ২ কেজি, মসুর ৫কেজি, পেয়াজ বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।

Leave Your Comments

Trending News