আবিদ হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
রামপাল থানার নতুন ওসি সেলিম স্যার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন,
আমাদের ছাত্র সংগ্রামের সম্মানিত বাগেরহাট জেলা সেক্রেটারি,
রামপাল উপজেলা কর্ণধার,
বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের
অন্যতম ছাত্র নেতা, এসএম হাবিবুর রহমান তাজিম ভাই এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা শ্রমিক সংগ্রামের সম্মানিত সেক্রেটারি জুয়েল হাসান:উপস্থিত ছিলেন ২নং উজলকুড় ইউনিয়ন সভাপতি ইয়াছিন আরাফাত: উপস্থিত ছিলেন রামপাল সদর ইউনিয়ন সহ সভাপতি হাওলাদার নুর নবী: উপস্থিত ছিলেন ২ নং উজলকুড় ইউনিয়ন সেক্রেটারি মেহেদি হাসান: এ সময় আরো উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির বিভিন্ন নেতা কর্মী,?
এ সময় মাননীয় ওসি মহোদয় এর সাথে বর্তমান রামপাল উপজেলার চলমান অবস্থার কথা তুলে ধরেন নেতা কর্মীরা,
রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ির থেকে চাঁদাবাজি, শিক্ষার্থী দের থেকে কম ভাড়া,নিতে হবে, এ বিষয় আরো
মাদক ইভটিজিং ও তাদের আঁধারে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে চুরি হওয়া টাকা খেয়ে সহযোগিতা করা, কিছু বিষয়, রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় দ্রব্য মুল্যের
উর্ধগতি ও রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় তরুণ সমাজ মাদক আসক্ত বিষয় ও কথা বলে ছাত্র নেতা এসএম হাবিবুর রহমান তাজিম।।