টঙ্গীতে কারিতাস উদ্যাম প্রকল্পের মুরগীর বাচ্চা ও খাঁচা বিতরণ।

Date: 2024-10-31
news-banner
টঙ্গীর বস্তিতে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বস্তিবাসীদের মাঝে খাঁচা ও মুরগীর বাচ্চা বিতরণ করা হয়।
কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গী অফিসের উদ্যোগে  গাজীপুরের টঙ্গী কো-অপারেটিভ ব্যাংকমাঠ, মরকুন পশ্চিম পাড়া জিআরপি বস্তি ও হিমারদিঘী কেরানিটেক বস্তিতে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির মান বৃদ্ধির লক্ষ্যে খাঁচা ও মুরগীর বাচ্চা বিতরণের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উদ্যাম প্রকল্প ইনর্চাজ ফরিদ আহমেদ খান, জাতীয় সাংবাধিক সোসাইটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব 
সাংবাদিক  নাসির উদ্দিন বুলবুল,শফিকুল ইসলাম, দিলদার হোসেন,
ক্লাষ্টার লিডার মুন্নি আক্তার, ময়না, শিরিনা আক্তারসহ অন্যান্যরা। 

ফরিদ আহম্মেদ খান জানান এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শহরের নিম্নআয়ের পরিবারগুলোকে তাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করবে। এই কার্যক্রমের আওতায় প্রতিটি সুবিধাভোগী পরিবারকে একটি করে মুরগীর খাঁচা, ৮টি মুরগীর বাচ্চা ও মুরগীর পালনের জন্য খাদ্য প্রদান করা হয়। যাতে তারা নিজেরাই ডিম এবং মুরগী উৎপাদন করে খাদ্য ঘাটতি মেটাতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে, এই জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যকর পুষ্টি গ্রহণ ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি হবে।

উপস্থিতগনেরা জানান, এ ধরনের কার্যক্রম বস্তি অঞ্চলে বসবাসরত মানুষদের পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা সৃষ্টি করবে।

Leave Your Comments

Trending News