বিডি,আর,এম,জিপি এফ,এন,এফ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুরুতে ২০২৪/২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, রক্তদানে বিশেষ অবদানের জন্য সনদ ও সম্মাননা প্রদান, ফাউন্ডেশন পরিচালনায় বিশেষ ভূমিকার জন্য সম্মাননা স্মারক ২০২৫/২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বার্ষিক প্রতিবেদন ২০২৫/২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে রাখেন, গ্রিন লাইফ গ্রুপের মোঃ জিয়াউর রহমান জিয়া, সেফটি উইংস-এর প্রতিষ্ঠাতা রায়হান তুহিন, রেড ক্রিসেন্ট সোসাইটির জ্যেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট রোকসানা আমিন নদী, শাহানা গ্রুপের বাকিউজ্জামান নিউটন, এভিন্স গ্রুপের রিয়াজুল হক, কালার পয়েন্ট-এর গোলাম মোস্তফা খান, বাদশা টেক্সটাইল-এর শাহ মোহাম্মদ অলি, টার্গেট সোয়েটার-এর ফরহাদ রেজা, ওয়ালটনের মোঃ আল মামুন, টেকনোভা আইটির তাসলিমা আক্তার, আর্সিয়া টেকনোলজির মোঃ আমিনুল ইসলাম, আজীবন সম্মাননা প্রাপ্ত সৈয়দ শরীফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সবুজ, হেড অব অপারেশনস মোঃ রাজিবুল ইসলাম এবং উপদেষ্টা মোঃ ফরহাদ রেজা সহ অনেকেই।
২০২৫/২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি নির্বাচিত হন মোঃ মোজাদ্দেদ উল ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ মোবারক হোসেন, ১ম সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আল মামুন, সহ-সভাপতি শেখ সাবের আলী ও মোঃ মাহমুদুল হক, ৫ম গেট টুগেদার আহ্বায়ক তাসলিমা আক্তার জলি, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ ইরফান ও মুন্না সিরাজি, কোষাধ্যক্ষ সৈয়দ মোঃ ইমরান, স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পাদক ডাঃ নির্বাচিতা হক খান, অফিস সম্পাদক সালমা আক্তার মেঘলা, ক্রীড়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সিএসআর সম্পাদক মোঃ তারিফুল আজম রানা ও মোঃ রিয়াজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মশিউর রহমান, কল্যাণ সম্পাদক নিরুপমা আক্তার, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক সৈয়দ শরীফুল আলম ও মোঃ আবুল বাশার সবুজ, পেশাগত উন্নয়ন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,পরিবেশগত উন্নয়ন সম্পাদক এম. এ. মমিন, প্রকাশনা সম্পাদক (পুরুষ) মোঃ মোক্তার হোসেন সমীর, (মহিলা) আজিদা খাতুন, মিডিয়া ও সদস্যপদ উন্নয়ন সম্পাদক (পুরুষ) রিপন (মহিলা) জান্নাতুল ফেরদৌস জুই দায়িত্ব নেন।
কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন নারী-পুরুষ নির্বিশেষে মানবিক কর্মী ও অভিজ্ঞ সংগঠকরা ।
8hx7r6
https://shorturl.fm/HrD44
https://shorturl.fm/36MRR
https://shorturl.fm/bcmBz
https://shorturl.fm/OtMZa
https://shorturl.fm/vgjty
https://t.me/s/TgWin_1win
https://t.me/s/Magik_7k
https://shorturl.fm/A0KJM
https://shorturl.fm/3ySHK
https://shorturl.fm/VYRCM