বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানা যেন কৃষকদের গলার কাঁটাচলনবিলে ৫ হাজার হেক্টর জমি কচুরিপানায় নিমজ্জিত টঙ্গীতে তাহযীবুল হিরা মডেল মাদ্রাসায় নতুন বই বিতরণ টঙ্গীতে তাহযীবুল হিরা মডেল মাদ্রাসায় নতুন বই বিতরণ কাওরাইদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপি’র অফিস উদ্বোধন । গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের কৃতি সন্তান এ এম স্বপন মাহমুদ সমাজ সেবায় কাজের ভূমিকা রেখে চলেছেন। সভাপতির বহিষ্কার দাবি নেতাকর্মীদের বিডি,আর,এম.জিপি এফ,এন,এফ ফাউন্ডেশনের ২০২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ৫২, ৬৯, ৭১ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে জাতীয় বেঈমান রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

সেতারা বেগম সেতুর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে গরুর গোস্ত বিতরণ।

প্রতিনিধির নাম: / ৬৫৭ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

হানিফ পাঠান: রাজধানীর ঢাকা মহানগর উত্তরের উত্তর সিটি করপোরেশনের, ৪৬,৪৭,৪৮,নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিল পদ প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী জন দরদী সেতারা বেগম সেতু আপার পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় দক্ষিণ খান, ফায়দাবাদ খন্দকার স্কুলের পাশে নিজস্ব অফিসের মধ্যে প্রায় শতাধিক সাংবাদিকদের মাঝে গরু জবাই করে গরুর গোস্ত বিতরণ করেন, এই সময় উত্তরার কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে এই গরুর গোস্ত হাতে তুলে নেন। বিশেষ করে, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লি: একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং উত্তরা, তুরাগ, উত্তর খান, দক্ষিণ খান, খিলক্ষেত, টঙ্গী, গাজীপুরের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, সেতারা বেগম সেতুর ছেলে বিশিষ্ট শিল্পপতি ইউকো গুডস লিমিটেড এর সিও জনাব সাইদুল ইসলাম, তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি একজন ব্যাবসায়ী মানুষ, আমার মায়ের সকল চাওয়া পাওয়া আমি পূরণ করতে চাই, আমার মা সব সময়ই গরিব অসহায় মানুষের মাঝে সাহায্য সহ যোগিতা করে থাকেন, আমার মায়ের নির্দেশে আমি ছোট্ট বেলা থেকেই আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬,৪৭,৪৮ নং ওয়ার্ডের প্রায় মসজিদ, মাদ্রাসা, এতিম খানা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত নগদ অর্থ সহ, চাল,ডাল, তৈল, শাড়ি কাপড়, লুঙ্গি, গরুর গোস্ত, মহিসের গোস্ত, ফলের মৌসুমে ফল এবং শাক সবজি সহ বিভিন্ন জিনিস পএ নিয়মিত বিতরণ করে যাচ্ছি। শুধু মাএ আমার মায়ের মুখে হাসি খানা দেখতে।শুধু ৪৬,৪৭,৪৮ নং ওয়ার্ড নয়, দেশের বিভিন্ন জেলা, এবং উত্তরা সহ বিভিন্ন সামাজিক কাজে আমি জড়িত রয়েছি, আপনারা সাংবাদিক আপনারা জাতীর বিবেক, আপনাদের সহ যোগিতা আমরা সব সময়ই চাই, আপনারা আমাদের পাশে থাকবেন। এই সময় মা কাউন্সিল এর একান্ত লোক জনান শাহীন সাহেব আমাদের সাংবাদিকদের বলেন, আমরা আমাদের সেতারা বেগম সেতু মা কাউন্সিল এর পক্ষ থেকে, কোরবানির ঈদের দিন প্রায় ৭০ টি গরু কোরবানি দিয়ে বিভিন্ন ওয়ার্ডের মহল্লার অসহায় গরিব মানুষের মাঝে গোস্ত বিতরণ করেছি, এবং প্রতিদিন ১ টি করে গরু জবাই করে, বিভিন্ন ওয়ার্ডে অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছি। আমাদের সিও সাইদুল ইসলাম সাহেবের নির্দেশে মানুষের কল্যাণে নিয়মিত এই কাজ গুলো করে যাচ্ছি। আপনারা সাংবাদিক আপনারা আমাদের পাশে থাকবেন এটাই আমরা চাই। এবং ৪৬,৪৭,৪৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল পদ প্রার্থী সেতারা বেগম সেতু আপার জন্য দোয়া করবেন। এই সময় সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু আহম্মেদ তাইজুল তিনি বলেন। আমি বিগত কয়েক বছর ধরে, ইউকো লেদার গুডস লিমিটেড এর সিও জনাব সাইদুল ইসলাম ভাইকে চিনি যানি তিনি একজন ভালো মানুষ এবং মিডিয়া বান্ধব মিডিয়া প্রেমী মানুষ, আমার দেখা, জন দরদী, বিশিষ্ট সমাজ সেবী মা কাউন্সিল সেতারা বেগম সেতু তিনি একজন সফল ও সার্থক মা জননী, তার কোন তুলনা হয় না। সাইদুল ইসলাম ভাই এর সাথে আমরাও গর্ব বোধ করি এই মা জননীর জন্য, আমরা সাংবাদিকরা এবং বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, মা কাউন্সিল এর পাশে আছি এবং থাকবো। এই সময় সাংবাদিকদের মধ্যে আরো আলোচনা করেন, সাংবাদিক মোখলেছুর রহমান মাসুম, এম,কাজল খান,ডি,এম শাহীন, সুজন আহম্মেদ, সুমন চৌধুরী, নয়ন মনির, সানজিদা রুমা, মোস্তফা কামাল, কামরুল ইসলাম রনি, মজিদ শরিফ, হানিফ উদ্দিন পাঠান, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম সুজন, মিরাজ সিকদার, জাহাঙ্গীর আলম,তাসলিমা তমা, আনোয়ার হোসেন মিন্টু, কাজী আশরাফুল ইসলাম সহ আরো অনেক সাংবাদিক বৃন্দরা আলোচনা করেন। পরিশেষে সাংবাদিক বৃন্দরা আনন্দের সহিত কিছু সময় আলোচনা করেন এবং মা কাউন্সিল এর জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

২৭ responses to “সেতারা বেগম সেতুর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে গরুর গোস্ত বিতরণ।”

Leave a Reply to Mira638 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর