নিখোঁজ হওয়ার আট দিন পর আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার সবুজবাগ থানার বাইকদিয়া এলাকা থেকে মাটি খুঁড়ে জাকির হোসেন (৫৫) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
পুলিশ বলেছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে জাকিরের লাশ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আজহার আলী (৫০)।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী প্রথম আলোকে বলেন, প্লাস্টিক ব্যবসায়ী জাকির হোসেন সপরিবার সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় থাকতেন। ৪ জুন জাকির নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। পরে ১০ জুন পরিবারের পক্ষ থেকে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করা হয়। গতকাল বুধবার রাতে ওই ঘটনায় আজহার আলীকে আটক করে পুলিশ।
ওসি মো. ইয়াছিন আলী আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আজহার আলী জাকিরকে অপহরণ করার পর ছুরিকাঘাতে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন। আজ বৃহস্পতিবার সকালে আটক আজহারকে সঙ্গে নিয়ে বাইকদিয়া এলাকায় মাটি খুঁড়ে জাকিরের লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
হত্যাকাণ্ডের কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. ইয়াছিন আলী।
ব্যবসায়ী জাকিরের কাছে দুই লাখ টাকা ছিল। এই টাকা পেতেই আজহার আলী তাঁকে হত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
rxi0yh
самоклеющаяся пленка для наружных работ самоклеющаяся пленка для наружных работ .
дизайнерская мебель для прихожей дизайнерская мебель для прихожей .
продажа и установка кондиционеров продажа и установка кондиционеров .
натяжные потолки в гостиную современные натяжные потолки в гостиную современные .
mip7w8