একবার ৯ সংখ্যা ৮ সংখ্যাকে একটি চর বসিয়ে দিল ,তখন ৮ সংখ্যাটি জিজ্ঞেস করল, ভাই তুমি আমাকে মারলে কেন, ৯ সংখ্যা উত্তর দিল, আমি তোর থেকে বড় ,তাই মেরেছি তখন ৮ সংখ্যা ৭ সংখ্যাকে চর বসে দিল, তখন ৭ সংখ্যা জিজ্ঞেস করল, ভাই আমাকে মারলে কেন? সেও পূর্বের উত্তর দিল আমি তোর থেকে দামি, তারপর যথারীতি ৭ সংখ্যা ৬ কে, ৬ সংখ্যা ৫ সংখ্যাকে ,৫ সংখ্যা ৪ সংখ্য কে ,৪, ৩ কে ৩, ২ কে ২, ১ কে, কিন্তু নিয়ম অনুসারে এক শূন্যকে মারার কথা এক শূন্যকে না মেরে শূন্যকে বুকে টেনে নেই, দরুন এক এখন ১০ পরিণত হয় ,এখন ১০ হয়ে যায় সবার বড় ,তখন ১০ কে সকল সংখ্যায় ভয় পেতে শুরু করে, সুতরাং রাজনৈতিক বা যে কোন কাজে সকলেই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাজ করা উচিত, এতে সকলেরই উপকার ও মঙ্গল হবে আশা করি ।
gqkey4
2ell0a