সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

Date: 2024-10-23
news-banner
নাজমুল আলম মুন্নাঃ
সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক আইরিন সুলতানা। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। অনুষ্ঠিত সভায়  অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না ও ফারজানা রুবি মুক্তি। আগামী তিন মাসের কর্ম-পরিকল্পনা প্রস্তুতে সহায়তা করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মাঠ পর্যায়ের কার্যক্রম বিষয়ে সভায় আলোচনা করেন প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার রিসাত রওশন। অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১৪ টি ইউনিয়নের যুব সদস্যরা এসভায় উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News