মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ ভান্ডারে ত্রাণ সামগ্রী প্রদান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও এর আওতাধীন ১৬ টি ইউনিয়নের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কেন্দ্রীয় ত্রান ভান্ডারে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।গতকাল কেন্দ্রীয় কার্যালয় মেহেন্দিগঞ্জের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই ত্রাণ সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রান।