পূবাইলে এনা পরিবহনে বিপুল পরিমান গাঁজা সহ আটক-২

Date: 2024-10-21
news-banner
মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুর 

গাজীপুরের পূবাইলে এনা পরিবহনের বাসে করে মাদক পাচারের সময় গাজীপুর ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান করে ৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারীকে আটক করা হয়। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুবাইল ৪১নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের ২ বাসে ২ যাত্রীর দেহতল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ঐ ২ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোহাম্মদ জাকির হোসেন (২৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মধ্য ডুলনা গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে অপরজন একই এলাকার অনু মিয়ার ছেলে মারুফ মিয়া(১৮)।এ বিষয়ে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত ৫ কেজি গাঁজার বাজার মূল্য ১লক্ষ টাকা।

পূবাইল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান, গাঁজা জব্দ করে ২’জনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমার পূবাইল থানা এলাকায় মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই,চুরাই মালামাল ক্রয় বিক্রয় এর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Leave Your Comments

Trending News