পাঁচবিবির সাংবাদিক আবু হাসান পেলেন “নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড”

Date: 2024-10-20
news-banner
দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথার প্রতিনিধি ও পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানকে ঢাকার “সার্ক কালচারাল কাউন্সিল” এর পক্ষ থেকে “নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড” প্রদান করা হয়। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘কবি সুফিয়া কামাল’ মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন ও “সার্ক কালচারাল কাউন্সিল” এর যৌথ উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে গুনিজন সংবর্ধনা প্রদানের অংশ হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের গুনি ব্যক্তিকে এই নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড/২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবিধানিক, আইনবিদ ও রাষ্ট্রচিন্তক বাংলাদেশ সূপ্রীম কোর্টের সাবেক বিচারক ফয়সাল মাহমুদ ফয়েজী। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশনের উপদেষ্টা ও আইইউবিএটি এর প্রফেসর ড. এম এ সাত্তার। এছাড়াও আয়োজক কর্তৃপক্ষ এবং দেশের বিভিন্ন পর্যায় থেকে আমন্ত্রিত বিশিষ্ট গুনিজনরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন।

Leave Your Comments

Trending News