গাজীপুর টঙ্গীতে বুধবার পাগাড় এলাকায় জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় সরকারিভাবে পোশাক শ্রমিকদের ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ

Date: 2024-10-16
news-banner
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন  দেশে সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের ওপর নির্ভর করে।  এ সময় তিনি আরও বলেন পোশাক শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ১৮টি যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শতাধিক শ্রমিক প্রাণ দিয়েছেন। তাই শ্রমিকদের সব সময়ই অগ্রাধিকার বেশি।’ এসময় ১ হাজার শ্রমিককে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়। পরবর্তীতে কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এ কর্মসূচির আওতায় আনা হবে।বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। এ সময়  আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ফ্যাডারেশন (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহাং সেলিম উদ্দিন, শেষ বক্তব্য দেওয়া আছে,,  অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Leave Your Comments

Trending News