কানসাট ক্লাবের নতুন কমিটির সভাপতি শহিদ মিঞা, সম্পাদক সারওয়ার নির্বাচিত

Date: 2024-09-19
news-banner
আহসান হাবীব,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কানসাট ক্লাবের ত্রি-বাষিকী কমিটি গঠন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কানসাট ক্লাব এডহক কমিটির আয়োজনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো. মোঃ শহিদুল হক হায়দারী সভাপতি ও গোলাম সারওয়ার আবেদী কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কানসাট ক্লাব পরিচালনা পর্ষদের এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম ভুট্টু, ক্রীড়া সম্পাদক পদে কামরুজ্জামান জুয়েল, সহ-ক্রীড়া সম্পাদক পদে মোঃ হাবিবুর রাহমান কার্তিক, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান পুতুল, সহ-সাস্কৃতিক সম্পাদব পদে মোঃ অসীম আলি, পাঠাগার সম্পাদক পদে মোঃ আঃ হাকিম, সহ-পাঠাগার সম্পাদক পদে মোঃ রাজিব, সদস্য পদে বেনজির আহম্মেদ, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বাসির আলি নির্বাচিত হন।
কানসাট ক্লাব পরিচালনা পর্ষদের সাবেক সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ মিলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মুলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, কানসাট ক্লাব পরিচালনা পর্ষদের এডহক কমিটির সদস্য মনিরুল ইসলাম, জামাল উদ্দিন, সাবেক সভাপতি হেদায়েতুল আলম প্রমূখ।

Leave Your Comments

Trending News