মো: মজিবুর রহমান
জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট।
ফরিদপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ফরিদপুর বিভাগীয় গন সমাবেশ ও র্যালি উদযাপন পালিত হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ফরিদপুর বিভাগীয় গন সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বরকাতুল্লাহ বুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ফারুক।ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদারেছ আলী ঈছা মিয়া। ফরিদপুর জেলা বিএনপির কিবরিয়া স্বপন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শরীয়তপুর মাদারীপুর জেলা বিএনপি সহ হাজার হাজার নেতা কর্মী।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যতে বলেন এই স্বাধীন বাংলাদেশকে বিগত ১৭ বছর স্বৈরাচার খুনি হাসিনা সরকার তার রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে এই স্বৈরাচারী খুনি সরকার পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। দেশের ছাত্রসমাজ সহ সকলের বিজয় হয়েছে। আমাদের একটাই দাবি এই স্বৈরাচারী খনি সরকারকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।