রিপোর্টার //মোঃ রাজন ইসলাম রাজু।
বগুড়ার আদমদীঘিতে বিদুৎস্পর্শে মাকাম আলী ওরফে মীম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার দাদি মনোয়ারা বিবি (৬৭)। গতকাল বুধবার (১১অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় আদমদীঘি উপজেলার দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাকাম আলী ওরফে মীম ওই গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে। জানাযায়, আদমদীঘি সদর ইউনিয়নের দিঘড়া গ্রামে মাকাম আলী ওরফে মীমের বাড়ির ঘরের স্টিলের মেইন দরজার পাশ দিয়ে দীর্ঘদিন যাবত বিদ্যুতের সংযোগ তার টেনে ব্যবহার করে আসছিল বিদ্যুৎ। ওই বিদ্যুতের তারে লিকেজ হয়ে দরজাটি বিদুতায়িত হয়ে থাকে। গতকাল বুধবার সকালে অজান্তে মাকাম আলী ওরফে মীম ওই দরজা খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হলে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোকাম আলী ওরফে মীমকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।