স্বাস্থ্য উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।

Date: 2024-12-18
news-banner
বিশেষ প্রতিনিধি 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী গণ অভ্যুত্থানে আমরা অনেক সন্তানকে হারিয়েছি। অনেক ছাত্র জনতার স্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমাদের সবাইকেই একযোগে কাজ করতে হবে। 
 ১৮ ডিসেম্বর বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিজ অফিসকক্ষে  বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

কানাডার হাইকমিশনার জানান, কানাডা সরকার বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে  আইসিডিডিআরবি এবং ব্র্যাকের সাথে কাজ করে যাচ্ছে। কানাডায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে। বাংলাদেশে যদি কিছু হয় সেটার প্রভাব কানাডাতেও পড়ে।

স্বাস্থ্য উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গুরুতর আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি আমাদের দেশে নেই। আন্দোলনে আহতদের জন্য এক সেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চায়না সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের রোবোটিকস ফিজিওথেরাপির চিকিৎসা দেয়া সম্ভব হবে।
কানাডিয়ান হাইকমিশনারের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কানাডা আমাদের ডাক্তার, নার্স,  ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। তাছাড়া হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানজনিত ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে। 
সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা মি: এডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News