সুজন, বিশেষ প্রতিনিধি
রোববার ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সমাধানের উপায় সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান। দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকগণ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভায় দেশের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, সমস্যা প্রতিবন্ধকতাসহ তা দূরীকরণের উপায় এবং বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ নিয়ে নানামুখী আলোচনা করা হয়। মতবিনিময় সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো: আবু জাফর, স্বাস্থ্য খাত কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ মো: আকরাম হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মুহিব উল্লাহ খোন্দকার,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।