শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Date: 2024-12-16
news-banner
আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর এলাকায় ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে হায়াত আলী (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার উজিরপুর ইউনিয়নের মহদেবপুর গ্রামের বাবু আলীর ছেলে। শনিবার রাতে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, রাতে একটি ট্রলি চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিল। এ সময় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় শিশু হায়াত। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave Your Comments

Trending News