নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Date: 2024-12-16
news-banner
নাটোর প্রতিনিধিঃ 
নাটোরের লালপুর মো.সাইফুল ইসলাম(৫৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. সাইফুল ইসলাম (৫৫) উপজেলার এবি ইউনিয়নের এবাদ মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বাড়ির সামনে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। জড়িতদের শনাক্তকরণে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments

Trending News