নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Date: 2024-12-16
news-banner
নাটোর প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া এবং রুহের মাগফিরাত কামনায় নাটোরে যথাযথ ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

শনিবার(১৪ ডিসেম্বর) সকালে শহরের ফুলবাগনস্থ্য  গণ-কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন। পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মিস আসমা শাহীন
এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান। সভায় বক্তব্যে রাখেন- জেলা পুলিশ সুপার মোঃ মারফত হোসাইন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে দুপুরে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাব ও নাটোর প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পরে প্রেস ক্লাবের হল  রুমে সংগঠনের  আলোচনা সভা বক্তব্য দেন, জেলা প্রশাসক মিস আসমা শাহীন, পুলিশ সুপার মারফত হোসাইন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহম্মদ রফিক বাবন, সাংবাদিক এসএম কামাল হোসেন, নাজমুল হাসান, সিনিয়রন সাংবাদিক এ্যাডঃ মুক্তার হোসেন প্রমূখ। 

পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave Your Comments

Trending News