টঙ্গীতে বিএনপির শোভাযাত্রা ও বিজয় মিছিল

Date: 2024-12-16
news-banner
নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: 
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় শোভাযাত্রা ও বিজয় মিছিল করছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে চেরাগআলী  এলাকায় ঢাকা-ময়মমনসিংহ মহাসড়কে এ শোভাযাত্রা ও বিজয় মিছিল করছে গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগরের শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. নুরুল ইসলাম ফরহাদ, সহ বিএনপির নেতাকর্মীরা। এসময় শোভাযাত্রা ও বিজয় মিছিল যোগদান করা নেতাকর্মীরা জানান, এবারের বিজয় দিবস উদযাপন বেশি আনন্দের। গত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ প্রাণ খুলে কোন দিবস উদযাপন করতে পারেনি। সারা দেশের মতো গাজীপুরের মানুষেরও পারেনি। আজ দেশে কোন স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকায় রাজপথে হাজার হাজার লোকজনের ঢল নেমেছে। বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আজকের এই বিজয় দিবসে দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে।

Leave Your Comments

Trending News