সিংড়ায় গুণীজন সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

Date: 2024-12-03
news-banner
কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় গুণীজন সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ রা ডিসেম্বর) বিকেল ৫টায় চৌগ্রাম স্কুল মাঠে চৌগ্রাম ইউথ ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চৌগ্রাম ইউথ ক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী শেখ এর সভাপতিত্বে ও সেক্রেটারী এসএম সবুজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর সাইদুর রহমান, মাস্টার আফছার আলী, অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, অধ্যাপক এনতাজ আলী, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সমাজসেবক আব্দুল কাহার প্রমুখ। সেরা শিক্ষক, শিক্ষা ক্ষেত্রে অবদান, মরণোত্তরসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউর রহমান, নন্দন শিল্পীগোষ্ঠী, অণির্বাণ শিল্পীগোষ্ঠী ও চলনবিল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News