নাটোর প্রতিনিধি:
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নতুন কমিটি গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে । শনিবার(৩০ নভেম্বর) দুপুরের দিকে চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র সভাপতি মোঃ আব্দুল মান্নাফ। সভায় বক্তারা নাটোরের ব্যবসা-বাণিজ্য এবং শিল্পায়নের সম্ভাবনা সহ মংলা বন্দরের সাথে নেপালের সংযোগ স্থাপনে সংশ্লিষ্ট সড়কসমূহকে চার লেনে উন্নীতকরণ, নাটোরের শিল্পক্ষেত্রে গ্যাস সংযোগ প্রদান, বিসিকের সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সিংড়া গ্যাস ক্ষেত্র পুনঃখননের মাধ্যমে গ্যাস অনুসন্ধান, দুইটি চিনিকলের উৎপাদন বৈচিত্র্যকরণ
ইত্যাদি উদ্যোগ গ্রহন করার জন্যে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় চেম্বারের সিনিয়র সহ সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন, সহ সভাপতি প্রদীপ আগরওয়ালা ও পরিচালক হাবিব আহসান বাবু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ডেইলী অবজারভারের এস এম সেদরুল হুদা ডেভিড, এনটিভি’র হালিম খান,সহ অনেকে বক্তব্য রাখেন।