টঙ্গীর জোড় ইজতেমায় তৃতীয় দিনের বয়ান চলছে,অংশ নিয়েছেন ১৮ বিদেশি মেহমান

Date: 2024-12-01
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান:টঙ্গী গাজীপুর।। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় তৃতীয় দিনের আম বয়ান চলছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা। ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, বৃহস্পতিবার জোড় ইজতেমায় প্রায় ২ লাখ মুসুল্লি উপস্থিত হয়েছেন। শুক্রবার প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি এক সঙ্গে জুমার নামাজে আদায় করেন। শনিবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের ছয় ছিফাতের বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। সকাল ১০টা থেকে কারগুজারীর আমল শুরু হয়েছে। বাদ আছর বয়ান করেন মাওলানা ফারুক ও ভারতের মাওলানা ইব্ররাহীম দেউলা সাহেব বাদ মাগরিব বয়ান করেছেন। গত এক দিনে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ ডিসেম্বর এর সমাপ্তি ঘটবে এই জোড় ইজতেমা। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন শুরায়ী নেজাম (মাওলানা যোবায়ের অনুসারীরা)। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে। জোড় ইজতেমা হল তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়। জোড় ইজতেমায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। গতকাল সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। তারা হলেন- ইয়েমেন থেকে ২৭,  নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্তান থেকে ১৭, সিয়েরালিওন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন।
জোড় ইজতেমা হল তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

Leave Your Comments

Trending News