ফুটবল খেলতে গিয়ে মাঠে ফুটবলারের মৃত্যু

Date: 2024-12-01
news-banner
মোঃ সাকিল হোসাইন 
নাটোর প্রতিনিধিঃ 

নাটোর সদর উপজেলায় কাফুরিয়া ইউনিয়নে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌগাছি যুব সংঘের আয়োজনে তিন দিনব্যাপী একটি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনে খেলতে নামে গোলাম রাব্বি (২১), পিতা আব্দুল হাই। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন প্রাথমিক অবস্থায় আমরা জানতে পারি রাব্বী খেলার মাঠে বুকে ব্যথা অনুভব করলে স্থয়ানীয়রা তাকে আধুনিক সাধারণ হাসপাতালে নিয়ে আসে।প্রাথমিক অবস্থায় জানা যায় নিহত রাব্বি কৃষিকাজ করতেন তবে মাঝেমধ্যে ফুটবল খেলতেন। স্থানীয়রা জানান আজ রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে খেলা চলাকালীন অবস্থায় চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  হঠাৎ রাব্বি মাঠের মধ্যে পড়ে যায় এরপর খেলার কমিটিগন এবং স্থানীয়দের সহযোগিতায় গোলাম রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

Leave Your Comments

Trending News