কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোরের সিংড়া উপজেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও সাধারণ সম্পাদক ফজলুল হকসহ ৭১ সদস্যকে শপথ পাঠ করান বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আফছার আলী।
শপথ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুল মতিন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।