ইসরাফিল শেখ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিন্ন ভিন্ন ঘর থেকে যৌথবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাহজাদপুর থানার ওসি মো: সবুজ রানা।
প্রেস বিজ্ঞপ্তিতে ওসি মোঃ সবুজ রানা জানান যৌথবাহিনী ও শাহজাদপুর থানা পুলিশের অভিযানে রবিবার বেলা ৩ টার সময় পাড়কোলা গুচ্ছগ্রাম মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলামের ঘর থেকে একটি পাটের বস্তার ভিতর থেকে একটি সচল ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড,
মোঃ শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের ঘরের খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বস্তার থেকে একটি সচল ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন ,
মোঃ সোলেমান ফকিরের ছেলে মোঃ ছামাদ আলীর ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড,
লিডবল কার্তুজ উদ্ধার করেন যৌথবাহিনী ও শাহজাদপুর থানা পুলিশ।
এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি সবুজ রানা।