মাহমুদুল হাসান ফরিদ,মেহেন্দিগঞ্জঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এক সাধারন সভায় উপস্থিত সকলের সম্মতিতে ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পরবর্তীতে অনলাইনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি তা অনুমোদন করেন। ৪ বছর মেয়াদী অনুমোদিত এই কমিটির সভাপতি পদে পোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী মোঃ ফরিদ উদ্দিন,সিনিয়র সহসভাপতি পদে, চর বৌডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহেব হোসেন ও লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন, সাধারন সম্পাদক পদে কানাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহবুব হোসেন মিরন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আবু সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক, মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমরান হোসাইন নির্বাচিত হন।