বিএনপি'র ত্রাণ তহবিলে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতৃবৃন্দের অনুদান প্রদান

Date: 2024-09-04
news-banner
বিএনপি'র ত্রাণ তহবিলে  স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতৃবৃন্দের অনুদান প্রদান 
 স্টাফ রিপোর্টার: মাহামুদুল হাসান ফরিদ
বন্যার্তদের সাহায্যার্থে বিএনপি'র কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দ এক লক্ষ এক হাজার টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের টাকা স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দ নিজেরাই অংশগ্রহণের মাধ্যমে সংগ্রহ করেছেন। ২৭ আগস্ট, দুপুর দু'টোয় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি'র কেন্দ্রীয় ত্রাণ কমিটির নিকট  এই অনুদান প্রদান করেন। এ সময় ত্রাণ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম- মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনসহ অন্যান্যরা।
  অনুদান গ্রহণ করে বিএনপি নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে  স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সামনের দিনগুলোতে দলের কার্যক্রমে বিগত দিনের মতোই ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে পদঞ্চিত নেতৃবৃন্দ বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত  আমরা বিশ্রাম নেব না, ইনশাআল্লাহ!"
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদকদের মধ্যে - আশরাফ উদ্দিন রুবেল, সওগাদুল ইসলাম সগীর, মাহাবুবুর রশিদ মাহবুব, মুস্তাফিজ মনির, কাদের হালিমী সহ-সাধারণ সম্পাদকদের মধ্যে- আকরাম হোসেন, আবু জাফর বাদল, মাহমুদুল বারী,এইচএম জাফর আলী সম্পাদকদের- মধ্যে হুমায়ুন কবির, সাফায়েত রিপন, মোশারেফ হোসেন মুশু, মির্জা ইয়াসিন, মুশফিকুর রহমান লেলিন, আনিসুর রহমান 
সহ সাংগঠনিকদের মধ্যে- ইঞ্জিনিয়ার বশির, সালেহ আহাম্মদ কাঞ্চন, শাহাবুদ্দিন ডালিম, বেলাল হোসেন, আমিনুল ইসলাম লিপন অন্যান্যদের মধ্যে-সাইফুল ইসলাম, সোলায়মান সোহেল, মাসুদ রানা, জিয়াউর রহমান জহিরুল ইসলাম, ওমর ফারুক, এডভোকেট জহির, মিল্টন, রাজন, হিরণ, শাহেদুল বারী, মোহাম্মদ নাসির, বাহাদুর, সানি, মামুন, রিপনসহ অনেকে।

Leave Your Comments

Trending News